কালের খবরঃ
গোপালগঞ্জে অবস্থিত ৪৪ কিলোমিটার রেলপথ ও রেল স্টেশনগুলো নিরাপদ রাখতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।হরতাল ও অবরোধ চলাকালীন গোপালগঞ্জের মধ্য দিয়ে অবস্থিত রেলস্টেশন ও ৪৪ কিলোমিটার রেলপথ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা নেয়া হয় এই সভায়।সভায় পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের দিয়ে ৪৪ কিলোমিটার রেলপথ পাহারার ব্যবস্থা করা ছাড়াও যে এলাকা দিয়ে গোপালগঞ্জ জেলা সদর থেকে কাশিয়ানী পর্যন্ত রেলপথ রয়েছে সেসব এলাকার ইউ.পি চেয়ারম্যানকে সভাপতি করে এবং সংশ্লিষ্ট এলাকার ইউ.পি মেম্বারের সমন্বয়ে স্থানীয় লোকদের সম্পৃক্ত করা এবং ইউ.পি মহল্লাদারদেরকেও একাজে লাগানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি ) মোঃ আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহসীন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি, রেলপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, গোপালগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মিগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply