কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিনের সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর)উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানার ওসি ফিরোজ আলম, উপজেলা সামজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, ঘাঘর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, আবুল কালাম আজাদ দাড়িয়া, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে আচার-আচরণ, চাল-চলন, শিক্ষা ও মেধায় স্মার্ট হতে হবে। আমি চাই স্মার্ট উপজেলার যাত্রা এই কোটালীপাড়া থেকে শুরু হোক। এ জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply