কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ৩০ জন আহত হয়েছে।আহতদের মধ্যে ১৯জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার(১১ডিসেম্বর)সকাল সাড়ে ১০টার দিকে ভেন্নাবাড়ি মহাজন বাড়ি ব্রিজ এলাকায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি)আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রনে রয়েছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, পূ্র্বের একটি সালিশে জরিমানা করাকে কেন্দ্র করে দীর্ঘ ১০/১৫ বছর আগে থেকে চলে আসা দ্বন্দ্বকে কেন্দ্র করে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার সেকেন্দার মোল্লা ও ৬ নং ওয়ার্ডের মেম্বার মিটু মোল্লা গ্রুপের লোকজন প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে উভয় পক্ষের অন্ততঃ ৩০জন আহত হয়।পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় কোন অভিযোগ দায়ের করেনি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply