কালের খবরঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। এই আসনে ৬জন প্রার্থীর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রির্টানিং অফিসার। শনিবার (০২ নভেম্বর) সকাল ১১টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচন কমিশন নির্ধারিত নিয়মানুযায়ী দাখিলকৃত ১শতাংশ ভোটারের মধ্যে একজন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোঃ কাবির মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। তিনি আরো জানান, এই প্রার্থী আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এই আসনে এখন ৫জন প্রার্থী বৈধ্য হিসেবে রয়েছেন। তারা হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান(এমপি), জাতীয় পার্টি (মঞ্জু) থেকে শহিদুল ইসলাম, জাকের পার্টি থেকে দেলোয়ার হোসেন, তৃণমুল বিএনপি থেকে জাহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো. আব্দুল্লাহ ।
এব্যাপারে মোঃ কাবির মিয়া বলেন, আমি যে ভোটারের নাম বা স্বাক্ষর নির্বাচন কমিশনে দাখিল করেছি সেটা সঠিক আছে। কিন্তু যে বা যিনি ওই ব্যক্তির স্বাক্ষাতকার গ্রহণ করেছেন তিনি সঠিকভাবে প্রশ্ন করতে ব্যর্থ হয়েছেন বলে আমার মনে হয়। আমি সময়ের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করবো এবং প্রার্থীতা ফিরে পাব বলে বিশ্বাস করি।
উল্লেখ্য মোঃ কাবির মিয়া গত ২৯ নভেম্বর মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে গোপালগঞ্জ-০১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply