কালের খবরঃ
গোপালগঞ্জে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় এক শ্রমিক ও অটোরিক্সা চালক নিহত হয়েছে।নিহতরা হলো-শ্রমিক অরুন প্রামানিক(৫০)ও অটোচালক রিপন সিকদার(৩০)। অরুন প্রামানিক কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মুকুল প্রমানিকের ছেলে এবং রিপন সিকদার সদর উপজেলার পাইকের ডাঙ্গা গ্রামের মোকলেস সিকদারের ছেলে।শুক্রবার(০১ ডিসেম্বর)ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া গোলচত্বর ও সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৫টার দিকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষে অরুন প্রামানিক বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ঢাকা হতে খুলনাগামী অজ্ঞাত পরিচয় ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে, সকাল ১০ টার দিকে একই সড়কের গোপিনাথপুর এলাকায় নসিমনের পিছনের চাকা ফেটে রিং ছুটে গিয়ে অটোরিক্সা নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অটোচালকের গায়ে লেগে সে মারাত্মক আহত হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply