কালের খবরঃ
গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো আব্দুস সামাদ মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি । এ ঘটনায় অপর মোটর সাইকেল অারোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল জলিল মোল্লার ছেলে। তিনি একই উপজেলার ঘোনাপাড়ার সরকারি ওষুধ কোম্পানী এসেনশিয়াল ওষুধ কোম্পানীতে মেকানিক্যাল ফোরম্যান পদে চাকুরী করতেন। অফিস থেকে মোটর সাইকেল যোগে তিনি বাড়ী ফিরছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন,আব্দুস সামাদ মোল্লা লিংক রোড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের উঠার পর আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সামাদ মোল্লার মটর সাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান। এঘটনায় তার সাথে থাকা মোটর সাইকেল আরোহীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply