কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীরা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেমিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন ।
এর আগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসের আমু শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট-০৪ (মোড়লগঞ্জ- শরণখোলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ ও মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান ।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের মাধ্যমে আমরা উন্নত বাংলাদেশে পরিনত করবো এটা আমাদের অঙ্গীকার। আমারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে এগিয়ে যাবো।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply