টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি শ্রদ্ধা ও আলোচনা সভা করেছে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগ। দিবসটি পালন উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, শেখ ফজলে হক মনি সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হকের সঞ্চালনায় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি দ্বীন ইসলাম, ইমরান শেখ, আলমগীর শেখ, এহিয়া শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান, আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রমজান শরীফ, জাবের হোসেন বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক সজল খলিফা, পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply