মুকসুদপুর প্রতিনিধিঃ
ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে একটি নৈশ বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মিকরে মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতের শিকার যাত্রী ও গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুকান্ত বিশ্বার এবং পুলিশ সূত্রে জানাগেছে, রাত সাড়ে ৭টায় ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসে (ঢাকা-মেট্রো-ব-১৫-৯৭৫৩) ছেড়ে আসে। বাসটি ফরিদপুর জেলার নগরকান্দায় পৌছালে যাত্রীবেশী ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে জিম্মী করে বাসের নিয়ন্ত্রন নিয়ে নেয়। পরে বাসের ১২/১৩ জন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। ডাকাতি শেষে তারা মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় নির্বেঘেœ নেমে পালিয়ে যায়।মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আশ্রাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে যাত্রীদেরকে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করি। এঘটনায় আমরা বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করেছি। এতে তাদের সম্পৃত্ততার প্রমান না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।ওসি আরো জানান, ডাকাত দলে ৭জন সদস্য ছিল বলে যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি। তারা ডাকাতদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply