কালের খবরঃ
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও নৃশংস বর্বরতার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গোপালগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগ এ কর্মসূচী পালন করে।বুধবার(০৮ নভেম্বর)সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ কর্মসূচীতে জেলা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন।মানববন্ধন চলাকালে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার রুবেল, সাধারন সম্পাদক মাহমুদা খান, যুগ্ম সাধারন সম্পাদক দিলরুবা শারমীন বক্তব্য রাখেন।এ সময় বক্তারা বলেন, হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে।বাংলাদেশ থেকে বিএনপি-জামাতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান বক্তারা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply