কালের খবরঃ
গোপালগঞ্জের বাস মলিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিমিয় সভা করেছেন পুলিশ সুপার আল বেলী আফিফা। তিনি পরিবহন সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়ন কর্মকর্তাদের বর্তমান পরিস্থিতিতে পরিবহন চালনায় কোন সমস্যা হচ্ছে কিনা, কোথাও গাড়ি পোড়ানো বা ভাংচুর করা হচ্ছে কিনা তার খোঁজ খবর নেন। অন্যন্য সময়ের মতো অবরোধেও নির্ভয়ে সকল প্রকার গাড়ি চালানোর অনুরোধ জানান। তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করারও আশ্বাস দেন পুলিশ সুপার। এসময় বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিএনপি-জামায়াতের নৃসংশতা রুখতে রাস্তায় থেকে নিজেদের দ্বায়িত্বে জেলার সকল রুটে সকল পরিবহন চালানোর অঙ্গীকার করেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম, মোঃ মোহাইমিনুল ইসলাম, মোঃ খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ থানার ওসি মোঃ আনিচুর রহমান, জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কামিল সারোয়ার, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক কাজী সাঈদ, ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আল আমীন মোল্লা, সাধারন সম্পাদক মোঃ মিটু কাজী, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলামসহ বাস মালিক, ট্রাক মালিক, পরিবহন শ্রমিক, গনমাধ্যম প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply