কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় আমিরুল বিশ্বাস নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন। সোমবার (৬ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম জানান, রাতে ভ্যানে কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলো ভ্যান চালক আমিরুল বিশ্বাস। এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দিলে প্রাইভেটকারটির সামনের অংশ ও ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে ভ্যান চালক আমিরুল ইসলাম নিহত হন ও ভ্যানে থাকা অপর ৩ যাত্রী মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ভ্যান চালক আমিরুল বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আন্ধারকোটা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply