কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।বৃহস্পতিবার ( ২ নভেম্বর)কোটালীপাড়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি ফজলুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক বাবুল হাজরার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ (বি মোল্লা), যুবলীগ নেতা দুলাল শেখ, শেখ কাইয়ুম হোসেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মুন, রফিকুল ইসলামসহ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন, গত জুলাই মাসের ৩০ তারিখ গোপালগঞ্জ জেলা যুবলীগ কোটালীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি সাধরণ সম্পাদকসহ ৪টি পদের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। মাত্র ৩মাসে আমরা কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ওয়ার্ড কমিটি গঠন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি। প্রতিটি ওয়ার্ড কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে বিশেষ ভাবে ভূমিকা রাখবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply