
কালের খবরঃ
দেশ ব্যাপী বিএনপি জামাতের ডাকা হরতাল ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সকালে মুকসুদপুর খুলনা ঢাকা মহা-সড়কের মুকসুদপুর কলেজ মোড়ে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন মুকসুদপুর আওয়ামী লীগ রবিউল আলম শিকদার সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সহ সভাপতি শ্যামল কান্তি বোস, দেলোয়ার হোসেন মোল্যা, তাপসি বিশ্বাস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক জহির হাসান টিটৌ, শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সফিকজ্জামান সবুজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পরিতোষ সরকার, কৃষক লীগ সভাপতি সরদার মজিবর রহমান, যুবলীগ আহবায়ক শেখ শাহরিয়ার বিপ্লব, শ্রমিক লীগ সভাপতি আবদুল মান্নার বীরবল, ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ নিভেল মোল্যা প্রমুখ। ওই সভায় উপজেলার কৃষক লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি মুকসুদপুরে।এদিন সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। যান-বাহন চলাচল স্বাভাবিক ছিল। অফিস-আদালত, ব্যাংক-বীমা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। কেউকে কোন পিকেটিং করতে দেখা যায় নি।
অপরদিকে কাশিয়ানীতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মিছিল ও সমাবেশে জনতার ঢল নামে। এদিন সকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি মিছিল ও সমাবেশটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে এবং উপজেলা প্রেসক্লাবের সামনে (শহীদ মিনার চত্ত্বরে) এসে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও কয়েকশত সাধারণ মানুষ অংশ নেয়।
উপজেলা চত্ত্বরে আয়োজিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ শরাফত হোসেন লাবলু,মোঃ জামিনুর রহমান জাপান,মোসাঃমিনা জামান, দপ্তর সম্পাদক খন্দাকার শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মশিউর রহমান খান, কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু, সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পিকুল,ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন,সাধারন শেখ মোঃ মাসুম।
সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম উপস্থিত জনতার উদ্দেশে বলেন, জামায়েত বিএনরি’ নাম নিশানা গোপালঞ্জ জেলার কাশিয়ানীতে রাখা হবে না। কোন প্রকার অগণতান্ত্রিক কাজ করতে দেওয়া হবে না। #
Design & Developed By: JM IT SOLUTION