কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে অর্থ মন্ত্রণালয়ের সেইপ প্রকল্প ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্কশপটি উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপটির উদ্বোধনী অনুষ্ঠানে পরিষদের ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, সেইপের ফিল্ড অফিসার মোঃ সাকিব হোসেন বক্তব্য রাখেন।উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, সেইপ প্রকল্প সরকারের একটি ভালো উদ্যোগ। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের অনেক যুবক ও যুব মহিলা স্বাবলম্বী হয়েছে। তাই আমি আশা করবো আমাদের কোটালীপাড়ার যুবক ও যুব মহিলারা সেইপ থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হবেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply