
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে সংগঠনের সভাপতি মির্জা এটিএম গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। পরে নেতৃবৃন্দ ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করেন।
এ সময় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারন সম্পাদক একেএম এ মোতালেব, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. রায়হান মিয়া, সাধারন সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস, সহসভাপতি খুলনা অঞ্চল তন্ময় কুমার বসু, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রাজিব অাহমেদ তরফদার, সাধারন সম্পাদক তন্ময় গোলদার সহ বিপুল সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।পরে সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।
Design & Developed By: JM IT SOLUTION