
কালের খবরঃ
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্রোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা সহ জেলার অন্যান্য উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৩ অক্টোবর) জুম্মার নামাজ শেষে মুসল্লীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলে যোগ দেন।
এসময় স্থানীয় বিভিন্ন মসজিদ/মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারন মুসল্লীরা অংশ নেন। তারা অনতি্বিলম্বে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্রোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবী জানান।
অপর দিকে কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার মহুয়ার মোড় চত্ত্বরে কোটালীপাড়া উলামা কল্যাণ সমিতি ও তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া উলামা কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা কবিরুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া উলামা কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মাসুদুর রহমান, কুরপালা মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান শামিম, মাওলানা রফিকুল ইসলাম কাসেমী, মাওলানা আব্দুল রাজ্জাক, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা ইলিয়াছ হোসাইন, ক্বারী বশির বিন সামসুদ্দিন বক্তব্য রাখেন। সমাবেশ থেকে ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বরোচিত হামলা বন্ধসহ ১০ দফা দাবি ঘোষনা করা হয়। #
Design & Developed By: JM IT SOLUTION