মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদী থেকে মধ্য বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামের মোল্লারহাট নামক স্থান থেকে ওই নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়। তার কোন সঠিক পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।
কালকিনি থানার এসআই মোহম্মদ ফয়সাল জানান, একটি শাড়ি পরিহিত মধ্যেবয়সী অজ্ঞাত নারীর লাশ আলীপুর গ্রামের আড়িয়াল খাঁ নদীতে ভেসে আসে। স্থানীয় লোকজন ওই লাশ দেখে কালকিনি থানায় খবর পাঠায়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুর্ব এনায়েতনগর ইউপি পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন জানান, দুপুরের দিকে অজ্ঞাত মহিলার লাশ স্থানীয় লোকজন নদীতে ভাসতে দেখতে পেয়ে আমাকে জানায়।
এই ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানিয়েছেন,খবর পেয়ে আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোন পরিচয় মেলেনি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply