কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় পিকআপের হেল্পার ইলিয়াস শেখ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পিকআপের চালক ও এক শ্রমিক। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা -খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস শেখ খুলনা লবন চোরা এলাকার সাচিবুনিয়া গ্রামের আবুল কাশেম শেখের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোঃ খান মোঃ শরিফুল ইসলাম জানান, মহাসড়কের কাশিয়ানী রাতইল ইটভাটা এলাকায় পূর্বে থেকেই একটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর সাড়ে ৫টার দিকে খুলনাগামী পিকআপটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিক-আপের হেল্পার ইলিয়াস নিহত হন। আহত হন পিকআপের চালক হেমায়েত (৪০) ও এক শ্রমিক রবিউল (৪৫)। আহতদের উদ্ধার করে কাশিয়নী হাসপাতালে ভর্তি করা হয়। পরে দু’জনের শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply