কোটালীপাড়া প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেছেন, একটি দেশ বা জাতির উন্নয়ন নির্ভর করে একজন যোগ্য নেতার উপর। আমরা একজন যোগ্য নেতা পেয়েছিলাম বলেই এই দেশ স্বাধীন হয়েছে। সেই যোগ্য নেতা হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । যার সারা জীবনের স্বপ্ন ও সংগ্রাম ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এবং যারা অন্নহীন বস্ত্রহীন সাধারণ মানুষ তাদের মুখে হাসি ফুটিয়ে এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা।
সোমবার (১১সেপ্টেম্বর) উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বীর মুক্তিযোদ্ধাদের নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের শুধু একজন রাষ্ট্রনায়কই নয়। তিঁনি এখন একজন বিশে^র নন্দিত রাষ্ট্রনায়ক। তিঁনি গত দুই দিন আগে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন অতিথি হিসেবে যোগ দিয়ে ছিলেন। এই সম্মেলনে আমরা যা দেখেছি তাহা বিশে^র বিস্ময়। এদেশের মানুষের আর বুঝতে বাকি নাই যে বিশ^ দরবারে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কোথায়।
এর আগে মোঃ শহীদ উল্লা খন্দকার উপজেলা বাপার্ডে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত শিশু ও কমিউনিটির উন্নয়নে অংশীদারিত্বের ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত এস এম হুমায়ুন কবিরের কবর জিয়ারত করেন।
ওয়ার্ল্ড ভিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহীদ উল্লা খন্দকার আরো বলেন, দীর্ঘ ২১বছর ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া উপজেলার ৪টি ইউনিয়ন ১টি পৌরসভায় সাধারণ জনগণের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, স্যানিটেশন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং শিশু সুরক্ষায় কাজ করেছে। আমি এই কাজের জন্য ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানাই।
এস এম হুমায়ুন কবিরের রুহের মাগফিরত কামনা করে মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, এস এম হুমায়ুন কবির ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। তার মৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের অপুরণীয় ক্ষতি হয়েছে।
এ অনুষ্ঠানে বাপার্ডের মহাপরিচালক মোহাঃ বোরহানুল হক, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডাইরেক্টর সুরেশ বার্টলেট, সিনিয়র অপারেশন ডাইরেক্টর চন্দন জেড গমেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া উপস্থিত ছিলেন ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply