কালের খবরঃ
গোপালগঞ্জে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শোকাবহ আগস্ট মাসের কর্মসূচির সমাপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোকসভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ¦লন করা হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের নেতৃত্বে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচীতে টুঙ্গিপাড় পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল,গোপালগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান,জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, আওয়ামীলীগ নেতা রাজি উদ্দির রাজুসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোটালীাড়া উপজেলায় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, উপজেলা যুব লীগের সভাপতি ফজলুর রহমান দিপু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, যুবলীগ নেতা দুলাল শেখ, শেখ কাইয়ুম, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ বলেন, মাসব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে শোকাবহ আগস্ট মাস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) মাসের শেষ দিনে মোমবাতি প্রজ¦লনের মাধ্যমে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদের স্মরনে মোমবাতি প্রজ্বলন করে শোকাবহ আগস্ট মাসের কর্মসূচি সমাপ্ত ঘোষনা করা হল।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply