কালের খবরঃ
ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এইচ এম মহিউদ্দিন বলেছেন, বিদ্যুত বিভাগের মন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একজন গ্রামের মেয়ে। আমরা সেই আদর্শে বিশ্বাসী এবং মনে প্রাণে লালন করি। ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন থেকে সেবা পায় গরীব মানুষ। এটা এখন থেকে গবীরের বন্ধু হবে। সেবা আমাদের প্রধান লক্ষ্য, মানুষ যাতে কষ্ট না পায় সে বিষয়ে আমাদের প্রাধান্য থাকবে।বুধবার (৩০ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশনে লোডশেডিং তেমন নেই। যা হয় তা স্থানীয় সমস্যার কারনে। ভবিষ্যতে কোন লোডশেডিং থাকবে না। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রিপেইড মিটার স্থাপনের কাজ চলছে। এখন থেকে বিদ্যুত কিনে ব্যবহার করতে হবে। ফলে বিদ্যুত বিল বকেয়া পড়ার সুযোগ নেই। তবে যেসব বিদ্যুত বিল বকেয়া রয়েছে তা আদায়ের চেষ্ঠা চলছে।
এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এইচ এম মহিউদ্দিন।পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় নির্বাহী পরিচালক (পরিচালন) প্রকৌশলী শামচুল আলম, নির্বাহী পরিচালক (পিএনডি) প্রকৌশলী মো: আখেরুল ইসলাম, নির্বাহী পরিচালক (অর্থ) এ এন এম মোস্তাফিজুর রহমানসহ বিদ্যুত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply