টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের নেতৃবৃন্দ।শনিবার (২৬ আগস্ট) বেলা ১২ টায় তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এসময় বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, আব্দুল মালেক চৌধুরী, ইঞ্জিনিয়ার এসএম আজহারুল ইসলাম, মহাসচিব কাজী রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহজাহান সাজু, বাঁকা মহানগর উত্তরের সভাপতি সাইদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর বেদীর পাশে শপথবাক্য পাঠ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply