কালের খবরঃ
গোপালগঞ্জে জয় বাংলা রাষ্ট্রীয় শ্লোগান সুপ্রীম কোর্টের রায়ের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়মে জয় বাংলা রাষ্ট্রীয় শ্লোগান পরিষদ কেন্দ্রীয় কমিটি এ সেমিনারের আয়জোন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মিজামুল হক নাসিম।
সেমিনারের উদ্বোধন করেন জয় বাংলা রাষ্ট্রীয় শ্লোগান পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুব, ডেপুটি অ্যটর্নি জেনারেল অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।
গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপরিচালক আজহারুল ইসলাম সহ আরো অনেকে।
সংগঠনের গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন ও গোপালগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট ফয়সল সিদ্দিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।
পরে জয় বাংলা শেখ রাসেল মেধাবৃত্তি এবং গোপালগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।
পরে দুপুরে সংগঠনের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদ এবং মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।
এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে তারা স্বাক্ষর করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply