কালের খবরঃ
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে গোপালগঞ্জে প্রজ্জ্বলিত মোমবাতির মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাশেদ আহম্মেদ রিকো ও সাধারন সম্পাদক জোবায়ের ইসলাম ঝন্টুর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ রাশেদ আহম্মেদ রিকো’র সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এর আগে স্থানীয় নেতাকর্মীরা পৌরপার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে দলীয় কার্যালয়ে যায়।বক্তারা বলেন, ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালিন বিরোধীদলের নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেছিল। তখন আইভী রহমান সহ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী হতাহত হন। এই জঘন্যতম গ্রেনেড হামলার মুলহোতা তারেক জিয়া সহ অন্যদের রায় কার্যকর করার দাবী করে।এই মিছিলে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মি ও সমর্থকরা অংশ গ্রহন করে|
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply