কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকা থেকে ইয়াবা টেবলেটসহ এক মাদক ব্যাবসাীকে গ্রেপ্তার করেছে র্যাব-০৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প। শুক্রবার (১৮ আগস্ট) রাতে ঢাকা- খুলনা মহাসড়কের পাশে ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের একদল সদস্য অভিযান চালিয়ে শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৩) নামে এক মাদক ব্যাবসায়ীকে ৩ হাজার ৩৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তাকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ শনিবার (১৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে।
ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে, ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় থেকে মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৩) কে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে খুলনা র্যাব-৬ এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ভাটিয়াপাড়া গোলচত্বরে উপস্থিত হলে আসামী পালানোর চেষ্টা করে। এসময় ঘেরাও দিয়ে মাদক ব্যাবসায়ী আকাশকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশী করে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবা ও ০১ টি মোটর সাইকেল এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি নিজেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে বলেও র্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর কাশিয়ানী থানায় হস্তার করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply