শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে খেজুরের রস খেতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর কোটালীপাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে যুবক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ গোপালগঞ্জে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গোপালগঞ্জে অগ্নিকান্ডে গোডাউন পুড়ে ছাই! ক্ষতি ২০ লাখ স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে খুদে শিক্ষার্থীরা পরিদর্শণ করলো জেলা প্রশাসকের কার্যালয়। টুঙ্গিপাড়ায় ৫৫০ জন ক্ষুদে শিক্ষার্থী পেল শীতবস্ত্র মুকসুদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা গোপালগঞ্জে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক না করে বিল তুলে নেয়ায় প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা বশেমুরবিপ্রবিতে দুদকের অভিযান, সত্যতা মিলেছে অনিয়মের

সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস! কাশিয়ানী ছাত্রলীগের ছয় নেতা সাময়িক বহিষ্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৩.১০ পিএম
  • ১১৬ Time View

কাশিয়ানী প্রতিনিধিঃ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফসহ ছয় ছাত্রলীগ নেতাকে। এর মধ্যে সাময়িক বহিষ্কার হওয়া নেতা সোহাগ শরিফ নিজের পক্ষে যুক্তি তুলে ধরে তার ফেসবুক দেয়ালে লিখেছেন আমি কাশিয়ানী থানা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক। আমি একজন মুসলিম হিসাবে হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এ কারণে যদি আমাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় তবে করুক। আমি গর্বিত আমি মুসলিম।এছাড়া দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে ফেসবুকে স্যাটাস দেয় অপর পাঁচ ছাত্রলীগ নেতা। এরপরই তাকেসহ কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের ছয় নেতাকে সামযয়িক বহিষ্কার করা হয়। বহিস্কারের পরপরই নিজের পক্ষে যুক্তি তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দেন ওই ছাত্রলীগ নেতা সোহাগ শরিফ।

তিনি তাতে লেখেন, এই কমেন্ট করার জন্য আমাকে কাশিয়ানী থানা ছাত্রলীগের আমার উক্ত পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একজন মুসলিম হয়ে আরেক মুসলিম মারা গেলে তার মৃত্যুর খবর শুনে ইন্না-লিল্লাহ পড়া এবং তার জন্য দোয়া করা কি অপরাধ?? এবং ছাত্রলীগের বহিষ্কারের কোন শর্তে লেখা আছে যে মৃত ব্যক্তির পরকালের জন্য দোয়া করলে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকা হবে এবং তাকে বহিষ্কার করা হবে?? মৃত ব্যক্তি নিয়ে রাজনীতি করা কতটা যৌক্তিক? একটা কথা মনে রাখবেন ধর্মের থেকে রাজনীতি বড় নয়।

তিনি আরো লেখেন, আজ আমি আপনি রাজনীতির কারনে ছাত্রলীগ আছি কাল  যুবলীগ এরপর আওয়ামী লীগ এভাবে দলের পরিবর্তন হবে কিন্তু ধর্ম তো একটাই আমার ইসলাম, ইসলাম ধর্মে জন্ম নিয়েছি আর ইনশাআল্লাহ ইসলাম ধর্মে থেকেই মারা যাবো। আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) আমাদের শিক্ষা দিয়েছেন যে, যদি তোমার শত্রুও মৃত্যুর খবর পাও তবে তার জন্য দোয়া করো। রাজনীতিতে এসে যদি ইসলামের পক্ষে কথা বলতে না পারি তাহলে এই রাজনীতি দিয়ে কি করবো। তবে যতদিন আছি দেশের

মানুষের জন্য নিজ থেকে যতটুকু পারি কাজ করে যাবো ইনশাআল্লাহ। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।

এর আগে, শুক্রবার (১৮ আগষ্ট) কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা ও সাধারন সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ইমন সরদার ও নিজামকান্দি ইউনিয়ন সভাপতি মোঃ সোহাগ মোল্যাকে সাময়িক বহিস্কারের  আদেশ  এক বিজ্ঞপ্তী মারফত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কাশিয়ানী উপজেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকালাপে লিপ্ত থাকায় সংগঠন থেকে উপরোক্তদের সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হলো।

আরো বলা হয়, সেই সাথে তাদেরকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখা বরাবর সুপারিশ করা হলো।

এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ছয়জন বিভিন্ন ধরনের মন্তব্য লিখে স্ট্যাটাস দেয়। ফলে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ওই ৬ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিস্কারের জন্যও সুপারিশ করা হয়েছে।

জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ মুজিব আদর্শের উপর গঠিত। এই আদর্শের বাইরে গিয়ে যদি কেউ রাজনীতি করতে চায় সেটা সংগঠন মেনে নেবে না। আর যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে সেটা তথ্য প্রমাণের ভিত্তিত্বে যাচাই বাছাই পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION