কালের খবরঃ
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের মসজিদ গুলোতে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের।এছাড়া সন্ধ্যায় জেলার সকল মন্দির, গীর্জায় প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় মোনাজত ও প্রার্থণা করা হয়।
এদিন বিকেল পাঁচটায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক শোক সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ -২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। জেলা আওয়ালীগ সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে গোপালগঞ্জের দায়িত্ব প্রাপ্ত মহিলা এমপি নার্গিস সুলতানা, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, সহসভাপতি সিকদার নূর মোহাম্মদ দুলু,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকার সহ দলীয় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া , মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়।
এর আগে দুপুরে টুঙ্গিপাড়া,কোটালীপাড়া,গোপালগঞ্জ সদর, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। কাঙ্গালী ভোজে স্ব স্ব ইউনিয়ন ও ওয়ার্ডের আশ্রায়ণ প্রকল্প ,এতিমখানা ও এলাকার দরিদ্র মানুষদের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেন স্থানীয় নেতাকর্মীর ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply