কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শতাধিক স্থানে অনুষ্ঠিত হবে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা আওয়ামী লীগ থেকে এ সকল আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হবে বলে দলীয় সূত্রে জানাগেছে।
এ উপলক্ষে রবিবার (১৩ আগস্ট) দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আয়নাল হোসেন শেখ বলেন, এ বছর দলের পক্ষ থেকে উপজেলার শতাধিক স্থানে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন মসজিদ মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply