টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিষ্ট এসোসিয়েশনের নবনির্বাচিত প্রতিনিধিরা। শোকের মাস আগস্টের সপ্তম দিনে তারা শ্রদ্ধা নিবেদন করে।বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিষ্ট এসোসিয়েশনের সভাপতি গাজী সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে সোমবার (৭ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান।এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের কাল রাতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply