কালের খবরঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।
শনিবার (০৫ আগষ্ট) সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচীতে ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ।
দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, সহ অন্যন্যরা। এতে জেলা আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মোঃ হাফিজুর রহমান। বঙ্গবন্ধু, শেখ কামাল ও তারঁ পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেতার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় জেলা মোঃ নজরুল ইসলাম, রাজি উদ্দিন খান, লতিফা জামাল চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply