কালের খবরঃ
গোপালগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামীকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।শুক্রবার (০৪ আগষ্ট) গোপালগঞ্জ সদর থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে এসব আসামীদের গ্রেপ্তার করে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সদর উপজেলার পাচুড়িয়া এলাকার কাওসার খানের ছেলে তুহিন খান (২৫), ডুমদিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে রাসেল গাজী (২০), তেলিগাতী গ্রামের হাফিজুর রহমান শেখের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে লিমন ওরফে ইমন (২৬), বনগ্রামের মৃত: আয়তাল হক সিকদারের ছেলে ইমরান সিকদার (৫০), ছোটন শিকদার (৪৫) ও সুলতানশাহী গ্রামের মোজাফর সরদারের ছেলে মোঃ কামরুল সরদার (৩৫) ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, জেলার আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় গোপালগঞ্জ থানা ও তদন্ত কেন্দ্র এলাকা থেকে গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত এসব আসামীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply