কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মান্নান শেখ(৬৫) নামে একজন নিহত ও ১৫জন আহত হয়েছে। এসময় বেশকিছু বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের মধ্যপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দ্বন্ধ্ব চলে আসছিল।এক গ্রুপের নেতৃত্বে ছিলেন নিহত আব্দুল মান্নান শেখ ও গোলাম খান। অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন মোঃ হিমায়েত হোসেন ও মোঃ ফরহাদ হোসেন মেম্বার। রবিবার(১৬ জুলাই) সন্ধ্যায় ওই দুই দলের রঞ্জু শেখ, রাকিব ও কাদের খানের মধ্যে কাথা কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার (১৭ জুলাই) সকাল পৌনে ৬ টায় উভয় গ্রুপের লোকজন লাঠিশোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র রামদা, টেটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কৃষক আব্দুল মান্নানের বুকে টেটা বিধ হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন তার উপর পাথর ছুড়ে। এতে আব্দুল মান্নান মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মন্নান শেখকে মৃত ঘোষানা করেন। সংঘর্ষে আহত ১৫ জনের মধ্যে ৬ জনকে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাশিয়ানী থানা পুলিশ অন্য পক্ষের নেতা মোঃ হিমায়েত হোসেন (৫৮),টিটো শেখ (৩৫) এবং নাজমুল শেখ (৪৫) নামের তিনজনকে গ্রেফতার করে।পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।এ ঘটনায় গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল মোঃ কামরুজ্জামান এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে কাশিয়ানী থানার পরিদর্শক মোঃ ফিরোজ আলম বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের তদন্ত চলমান রয়েছে।যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply