কালের খবরঃ
অবশেষে নানান ঘটনায় আলোচিত সমালোচিত আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামকে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক-৩ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের অনেকেই আনন্দ-উচ্ছাস প্রকাশ করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি.এম. সাহাবউদ্দিন আজম স্বাক্ষরিত গত ২৩ জুন তারিখের এক চিঠিতে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে অব্যাহতি প্রদান করা হয় বলে জানানো হয়েছে।
ওই চিঠিতে আরো জানানো হয়, মোঃ সাইফুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ৩নং যুগ্ম-সাধারন সম্পাদক পদের স্থলে ১নং যুগ্ম সাধারন সম্পাদক বলে পরিচয় দিয়ে নিজেকে বিতর্কিত করেছেন।
এছাড়া তিনি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে গঠনতন্ত্র বিরোধী আচরণ করে দলের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এসব বিষয়ে তাকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হলেও তার পক্ষ থেকে কোন জবাব না আসায় গত ২০ জুন জেলা আওয়ামী লীগের সাধারন সভায় কার্যনির্বাহী সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে গঠনতন্ত্রের ৪৭ এর (ঞ) ধারা মোতাবেক তাকে দলের ওই পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
অপরদিকে,রবিবার (২৫ জুন) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply