কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতের্ মো. জাফর সরদার নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।ওবিবার (২৫ জুন) বিকেল ৪ টায় তিনি ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তিনি জেলার কাশিয়ানী উপজেলার ছোট খারকান্দি গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী নামকস্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাফর সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টায় তিনি মারা যান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply