কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগে দিয়েছে এক গৃহবধূ।এ ঘটনার পরে অভিযুক্ত রবিউল ইসলাম পলাতক রয়েছে।
সোমবার (১২জুন)রাতে ওই গৃহবধূ কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে ওই দিন সন্ধ্যায় রবিউল ইসলাম ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে।
অভিযুক্ত রবিউল ইসলাম উপজেলার মধ্য হিরন গ্রামের আকরাম শেখের ছেলে।
ওই গৃহবধূ বলেন, ঘটনার সময় আমি আমার মামা বাড়ি উত্তর হিরন থেকে আমার নিজ বাড়ি মধ্য হিরণে আসতেছিলাম। হিরণ ইউনিয়ন পরিষদ ভবনের পাশে আসলে পিছন থেকে রবিউল ইসলাম আমাকে জড়িয়ে ধরে ধর্ষনের চেষ্টা করে। আমি চিৎকার দিলে রবিউল আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে অভিযুক্ত রবিউল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার পিতা আকরাম শেখ বলেন, ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে এসে শুনেছি রবিউল ইসলাম নাকি ওই গৃহবধুর হাত ধরে টান দিছে।
কোটালীপাড়া থানার এসআই জাকির হোসেন বলেন, গৃহবধূর অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply