কালের খবরঃ
অত্যাবশ্যক পরিসেবা বিল-২০২৩ বাতিলের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও গোপালগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী, কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচী পালন করে।
মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে শ্রমিকেরা। এসময় অত্যাবশ্যক পরিসেবা বিল-২০২৩ বাতিলের দাবী জানিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দেয় মানববন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে গোপালগঞ্জ মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি শেখ মোঃ বুলবুল ইসলাম, সাধারন সম্পাদক কাজী সাঈদ, হাজী কাবিল মিয়া বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি জমা দেন তারা।
এসময় বক্তারা বলেন, মটর শ্রমিকরা দেশের বিভিন্ন স্থানে যানবাহন চালিয়ে অর্থনৈতিক পরিসেবা সচল রাখে। কিন্তু অনেক পঙ্গু ও অসুস্থ চালক রয়েছেন তাদের কোন ভাতা দেয়া হয় না। আমাদের দাবী এসব অস্বচ্চল শ্রমিকদের ভাতা প্রদানের পাশাপশি অত্যাবশ্যক পরিসেবা বিল-২০২৩ বালিত করা হোক।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply