কালের খবরঃ
গোপালগঞ্জে ছেলেকে নেশার টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলের বটির কোপে ইসমাইল কাজী(৫৮)নামে এক পিতাকে প্রাণ দিতে হলো। শনিবার(১৩ মে) সকাল সাড়ে ৭ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার তাইজেল কাজীর ছেলে।এ ঘটনার পর পুলিশ অভিযুক্ত ব্যাক্তি আলীম কাজীকে গ্রেপ্তার করেছে।
নিহতের বড় ছেলে সেলিম কাজী পুলিশ ও সাংবাদিকদের জানিয়েছেন, আমার মেঝ ভাই আলীম কাজী(২৫)। সে দীর্ঘদিন মাদকাসক্ত ছিলো।প্রায় প্রতিদিনই আমার ভাই মাদকের টাকার জন্য আমার বাবার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো। আজ শনিবার সকালে ঘুমথেকে উঠেই বাবার কাছে টাকা চায়। যেহেতু সে প্রতিনিয়ত মাদক কেনার জন্য টাকা চায় তাই বাবা টাকা না দেয়ার জন্য বলে। এই নিয়ে বাবা ও ভাইয়ের সঙ্গে বাকবিতন্ডার হয়। এক পর্যায়ে বটি দিয়ে আমার পিতার পিছন থেকে ঘাড়ে কোপ দিলে সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথা কেটে ঝুলে পড়ে। পরে আমরা বাবাকে আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম জানিয়েছেন, আলীম কাজী সারাক্ষণ নেশা করতো। তাকে এই পথ থেকে ফেরানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোন লাভ হয়নি। আজ মাদকের টাকার জন্য তার পিতার সাথে ঝগড়া শুরু করে। এরই এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে বটি দিয়ে তার পিতার ঘাড়ে কোপ দেয়।এতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর পরিদর্শক ( তদন্ত) শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply