কালের খবরঃ
গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে রফিকুল ইসলাম রাসেল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। মারাত্মক আহত হয়েছে অপর মোটর সাইকেল অরোহী মো: জাহিদ হাসান (৩৮)। বৃহস্পতিবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় এ দুর্ঘটনাটি ঘটে।কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শরিফুল ইসলাম জানান, রফিকুল ইসলাম রাসেল ও মোঃ জাহিদ হাসান মোটর সাইকেলে করে খুলনা থেকে কক্সবাজার ভ্রমনে যান। কক্সবাজার ভ্রমন শেষে খুলনা ফিরছিলেন তারা। এসময় তাদের মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে রফিকুল ইসলাম রাসেল ও মোঃ জাহিদ হাসান মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রাসেলকে মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত মোঃ জাহিদ হাসানকে সংকটজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে। নিহত রফিকুল ইসলাম রাসেল খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল শ্রমিক কলোনীর আব্দুর রহমানের ছেলে ও একজন কম্পিউটার কম্পোজার ব্যবসায়ী।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply