টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২মে) রাত আড়াইটায় উপজেলার লেবুতলা ব্রীজের পাশ থেকে তাকে আটক করা হয়।আটক জুয়েল শেখ (২৯) টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের আবু বক্কার শেখের ছেলে। পুলিশের দাবি আটক জুয়েল শেখ একজন মাদক ব্যবসায়ী।
এ তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে পুলিশ টহল দেয়ার সময় খবর পায় লেবুতলা ব্রীজের পাশে মাদক বিক্রি চলছে। তখন থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম অন্য পুলিশ সদস্যদের নিয়ে জুয়েলকে আটক করে। তখন তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে বুধবার(৩ মে) সকালে আটক জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply