টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার সদ্য যোগদানকৃত পরিদর্শক (ওসি) এসএম কামরুজ্জামান বলেছেন, মাদক ব্যবসায়ী ও ইভটিজিং কারীদের কোন ছাড় দেওয়া হবে না। এটা একার পক্ষে সবকিছু সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাই টুঙ্গিপাড়া উপজেলা কে মাদক ও ইভটিজিং মুক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।রবিবার (৯ এপ্রিল) রাত ৮ টায় টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।ওসি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, ও বাল্যবিবাহ সম্পর্কিত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। সবার চেষ্টায় একটা সুষ্ঠ স্বাভাবিক পরিবেশ উপহার দেয়া সম্ভব।
মতবিনিময় সভায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম, মনোজ সরকার, টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পাভেল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার, সাংগঠনিক সম্পাদক মুজাক্কির বিল্লাহ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম (সফিক), সদস্য রকিবুল ইসলাম সহ থানার অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply