কালের খবরঃ
গোপালগঞ্জে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সদর থানা যুবলীগ।রবিবার(৯ এপ্রিল)সকালে গোপালগঞ্জ সদর থানা যুবলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অর্ধশতাধিক মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, সহ-সভাপতি রিপন কাজী, রাসেল সিকদার, সাংগঠনিক সম্পাদক শেখ নুরুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল চৌধুরী, বৌলতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাগর সরকারসহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, চিনি, দুধ, সেমাই, কিসমিচ ও আলু।এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, সদর উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা নিজস্ব অর্থায়নে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ একটি মহতী উদ্যোগ। এভাবে যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন তাহলে অসহায় ও দুঃস্থ মানুষের উপকার হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply