কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া মধ্যপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে বিবাদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের অন্ততঃ ৫ জন আহত হয়েছে।আহতদের মধ্যে ৩জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানায় করা অভিযোগ সূত্রে জানাগেছে, গত শুক্রবার(৭ এপ্রিল) সকালে সদর উপজেলার নিজড়া মধ্যপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে আলম শেখের সাথে একই গ্রামের মছিদ সেখের কথা কাটাকাটির এক পর্যায়ে মছিদ শেখকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়।এ ঘটনায় মছিদ শেখের স্ত্রী হেলেনা বেগম রহিজ উকিল সহ ৪জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।অন্যদিকে, একই দিনে ও একই ঘটনার জের ধরে ওই গ্রামের এখলাস উকিলকে মারধর করে তার কাছে থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদের সাথে কথা হলে তিনি বলেন, দু’টি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply