কালের খবরঃ
গোপালগঞ্জে রমজান উপলক্ষে দরিদ্র ও শ্রমজীবী মানুষেদের রান্না করা খাবার দিয়ে বিনামূল্যে ইফতার করানো হচ্ছে। গোপালগঞ্জের ফেসবুকভিত্তিক সংগঠন “প্রজ্জলিত গোপালগঞ্জ”,কোর্ট মসজিদ ও জেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা শহরে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, রিক্সা চালকসহ দুঃস্থ রোজাদার মানুষের মুখে একবেলা খাবার তুলে দিতে বিনামূল্যে ইফতারের আয়োজন করেছে ফেসবুকভিত্তিক সংগঠন “প্রজ্জলিত গোপালগঞ্জ”এর একদল সদস্য। এদিকে কোর্ট মসজিদ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন দরিদ্র রোজদারদের ইফতার খাওয়ানোর উদ্যোগ গ্রহন করেছে। শিক্ষার্থীরা নিজেদের হাত খরচ বাচিয়ে, পরিবার আর পরিচিতজনদের কাছ থেকে অর্থ সহযোগিতা নিয়ে প্রতিদিন শতাধিক মানুষের মুখে এক বেলা খাবার তুলে দিচ্ছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে বসিয়ে এসব দরিদ্র মানুষদের ইফতার খাওয়ানো হয়। অপরদিকে গোপালগঞ্জ শহরের কোর্ট মসজিদে মসজিদ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উদ্যেগে যৌথভাবে শতাধিক দরিদ্র ও কোর্ট মসজিদের এতিমখানার মুসল্লিদের ইফতার খাওয়াচ্ছেন। মাসব্যাপী চলবে এই কর্মসূচী।
সারাদিন রোজা রেখে হাড়ভাঙ্গা পরিশ্রমের পর ফ্রিতে ইফতার করতে পেরে খুশি এসব দরিদ্র মানুষ।তারা বলেন, আমরা সারাদিন পরিবারের জন্য পরিশ্রম করে অর্থ উপার্জনে শহরে থাকি। রোজা রেখে শহরের বিভিন্ন স্থানে কাজ করি। বাড়ি গিয়ে ইফতার করে আবার আশা সম্ভব না। প্রজ্জলিত গোপালগঞ্জ আমাদের জন্য যে আয়োজন করে সেটা খুবই প্রশংসার। তারা একদিন নয় প্রতিদিন ইফতার করিয়ে থাকে। আমরা যারা শ্রমিক তারা এখানে এসে ইফতার খাই।
আয়োজক সংগঠনের রাজিব বিশ্বাস বলেন, নিজেদের পকেটখরচ বাচিয়ে, পরিবারের বা বন্ধু বান্ধবদের কাছথেকে অর্থ জোগাড় করে প্রতিদিন শতাধিক মানুষকে ইফতার খাওয়ানো হয়। সাধ্যমত যতটুকু সম্ভব পুরো রমজান মাস ধরে এ কার্যক্রম চলবে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন,রমজান মাসে স্বেচ্ছাসেবী সংগঠন, কোর্ট মসজিদ ও জেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে দরিদ্র মুসল্লিদের ইফতার করানো হচ্ছে। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সেই সাথে সমাজের বিত্তবানদের এই ভালো কাজে এগিয়ে আসার পাশাপশি ঠিকমত জাকাত দেয়ার অনুরোধ করছি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply