কালের খবরঃ
পুষ্টি মেধা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গোপালগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ২ মার্চ) গোপালগঞ্জ শহরের তেঘরিয়ার গোচারণ ভূমি(মাঠে) সদর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন বক্তব্য রাখেন।
পরে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩০ টি স্টল ঘুরে ঘুরে দেখেন।গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাষ চন্দ্র সেন বলেন, মৎস্য ও প্রাণি মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন করাই হচ্ছে এই মেলার মুখ্য উদ্দেশ্য।
স্মার্ট জাতি গঠনে পুষ্টি ও প্রোটিন খুবই প্রয়োজনীয় উপাদান। এগুলো আমরা প্রাণি সম্পদ থেকে পেয়ে থাকি। এছাড়া এই সেক্টরের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। এসব জানান দিতেই আমরা এই প্রদর্শনী করেছি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply