
কালের খবরঃ
শীত উপেক্ষা করে রাতে বাড়ী বাড়ী ছুটলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। উদ্দেশ্য আসামী ধরা নয় শীতার্ত মানুষকে খুঁজে খুঁজে তাদের হাতে একটি করে গরম কাপড় কম্বল তুলে দেয়া। যাতে এই শীতে একটুর জন্য হলেও শীত নিবারণ করতে পারে এসব অসহায় শীতার্ত পরিবারগুলো।
পুলিশ প্রশাসন সূত্রে জানাগেছে,রবিবার (২৭ নভেম্বর) গভীর রাতে শহরের বেশ কয়েকটি এলাকা ঘুরে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষকে এবং ফকিরকান্দির বেদে পল্লীতে থাকা পরিবারগুলোকে ঘুম থেকে জাগিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
কম্বল বিতরণে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মোহাইমিন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শাখাওয়াত হোসেন এবং সদর থানার পরিদর্শক (ওসি) মোঃ জাবেদ মাসুদ উপস্থিত ছিলেন।পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সাংবাদিকদের বলেন, রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছি। আগামীতেও আমাদের কম্বল বিরতণ চলামান থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION