টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি আওয়ামী লীগ করিনা, আমি বঙ্গবন্ধু করি। আমি বঙ্গবন্ধুকে বুকে লালন করে আমি আমার জীবন দেব। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নয়। বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের সব মানুষের সম্পত্তি। বঙ্গবন্ধু বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির সম্পত্তি।তিনি বলেন, আজকে আওয়ামী লীগ করলেই বঙ্গবন্ধুর প্রেমী আর আওয়ামী লীগ না করলেই বঙ্গবন্ধু বিরোধী একথা সত্য নয়। বঙ্গবন্ধু আজকে আওয়ামী লীগের কেউ না। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা। বাংলাদেশে যারা বসবাস করবে বঙ্গবন্ধুকে তাদের পিতার আসনে বসাতে হবে। না হলে তাদেরকে সত্যিকারের সন্তান বলবে না।মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকে এমন এমন আওয়ামী লীগার পাওয়া যায়। যারা জান্নাতের বদলে বঙ্গবন্ধুর জাহান্নাম কামনা করে। এখনো তারা বেঁচে আছে। খেতে খেতে মোটা হয়েছে। সে বঙ্গবন্ধুর জান্নাতের বদলে জাহান্নাম কামনা করেছে। মরে যাই, এইভাবে আর যা কিছুই চলুক দেশ চলতে পারে না। যারা বঙ্গবন্ধুর জাহান্নাম কামনা করেছে তাদেরকে কি দল থেকে বের করে দেওয়া হয়েছে? সেই মুহূর্তে দল থেকে বের করে দেয়া উচিত ছিল। কিন্তু দেয় নাই। এর আগে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির পিতার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করেন তিনি।
২০ দলীয় জোটে যোগ দেয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জোটে গিয়েছিলাম কামাল হোসেনকে দেখে। যখন তারা নুন চাল করেছে, বলেছে পার্লামেন্ট অবৈধ। ভোট হয় নাই। তখনও তারা তাদের ৮ জন সদস্যকে শপথ পড়িয়ে সংসদে নাচানাচি করছে। সেই মুহূর্তে আমি ড. কামাল হোসেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু পরে আমি সেখান থেকে চলে এসেছি। আমি বুঝেছিলাম কামাল হোসেন বড় মানুষ, সুন্দর মানুষ কিন্তু নেতা নন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, করোনার কারণে গত তিনটা বছর মানুষের কাছে যেতে পারি নাই, পিতার কবরে আসতে পারি নাই। আর কোনদিন আসা হবে কিনা জানিনা। এখান থেকে ফিরে যেতে যেতে আল্লাহ নিয়ে যাবেন কিনা জানিনা। আমরা খালাস নিয়তে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমার নেতাকে আমার পিতা কে তার পরিবারসহ শান্তিতে রাখেন, জান্নাতবাসী করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply