
কালের খবরঃ
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও অর্থিক অনুদান বিতরণের মধ্যদিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে এ দিবসটি পালন করে।
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ-রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

এসময় বক্তারা বলেন, প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে দেশের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে যাবার পাশাপাশি দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে। প্রবাসী ও তাদের পরিবারের সমস্যা সমাধান ও সহযোগীতা করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
Design & Developed By: JM IT SOLUTION