
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চোরের কিল ঘুষির আঘাতে গাছ মালিকের প্রাণ যাওয়ার অভিযোগ উঠেছে। নিজ গাছের ডাব চুরি করতে দেখে চোরদের বাধা দিলে তাদের মারধরের শিকার হন গাছ মালিক মোয়াজ্জেম শিকদার (৬০)। মারাত্মক আহত মোয়াজ্জেমকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গতকাল সোমবার রাতে মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ওই দুই ডাব চোর দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিকনগর গ্রামের মোয়াজ্জেম শিকদারের বাড়িতে মোঃ মুন্না ফকির (২০) ও মোঃ হাসিব ফকির (১৯) নামে দুই যুবক রাত সাড়ে ৮টার দিকে মোয়াজ্জেম শিকদারের গাছের ডাব চুরি করতে যায়। গাছের মালিক চোরদের দেখে ফেলেন। চোরেরা নিজেদেরকে ছাড়িয়ে নিতে মোয়াজ্জেম শিকদারকে কিলঘুষি মারে এবং একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই দুই যুবক বর্তমানে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ হেফজতে আছে। লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Design & Developed By: JM IT SOLUTION