
কালের খবরঃ
গোপালগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ হবীবুল্লাহ। আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মোঃ হবীবুল্লাহ বলেন, জেলার আইন – শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং একটি নিরাপদ সমাজ গঠনে সংবাদমাধ্যমকে পুলিশের সাথে এক হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, সদর থানার ওসি মোঃ আনিসুর রহমানসহ জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
Design & Developed By: JM IT SOLUTION